প্রকাশিত: Tue, Dec 20, 2022 4:03 PM
আপডেট: Fri, May 9, 2025 5:37 PM

মিয়ানমারের রাখাইন রাজ্যের ১শ গ্রাম প্রশাসকের পদত্যাগ

ইমরুল শাহেদ: দেশটির সামরিক শাসক ও রাখাইন আরাকান আর্মির মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে তারা পদত্যাগ করেছেন। পন্নাজাইয়ুন টাউনশিপের ৭০টিরও বেশি গ্রামের প্রশাসকরা নভেম্বরের তৃতীয় সপ্তাহে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাথেডং টাউনশিপের আরো ২০ জন গ্রাম প্রশাসক চলতি সপ্তাহে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইরাবতি

ব্যক্তিগত নিরাপত্তার কথা মাথায় রেখে এসব গ্রাম কর্মকর্তারা পদত্যাগ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রাথেডংয়ের টাউনশিপের পদত্যাগ একজন গ্রাম প্রশাসক বলেছেন, সেনাবাহিনী আমাদেরকে আরাকান আর্মির সমর্থক মনে করে। আর আরাকান আর্মি মনে করে আমরা হলাম সেনা প্রশাসনের অংশ। আমি যেহেতু আর প্রশাসক নই সেহেতু এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমি। প্রশাসনিক কর্মকর্তাদের গণপদত্যাগ রাখাইন রাজ্যে নতুন কোনো ঘটনা নয়। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলার সময় শত শত গ্রাম প্রশাসক পদত্যাগ করেছিলেন। রাখাইন রাজ্যে তখন সন্ত্রাস দমন আইনে বা আনল’ফুল অ্যাসোসিয়েশন অ্যাক্টে গ্রাম প্রশাসকসহ শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ধরেই নেওয়া হয়েছে তারা আরাকান আর্মির সঙ্গে যুক্ত। জান্তা সরকার আরাকান আর্মিকে সন্ত্রাসী গ্রুপ ঘোষণা করেছে। জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকজন গ্রাম প্রশাসককে মেরে ফেলা হয়েছে। 

২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে গ্রেপ্তারের তোড়জোড় কমে এসেছিল। কারণ তখন আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে একটা অলিখিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব